ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হতে হলে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হতে হলে খেলাধুলার বিকল্প নেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে/ ছবি: বাংলানিউজ

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মনের প্রশান্তি বাড়ায় এবং শরীর সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে। তাই সুযোগ পেলেই খেলাধুলা করতে হবে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের মাঝে সমঝোতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ক্ষেত্র উন্মোচিত হয়।

খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে না পারলে ভালো ক্রীড়াবিদ হওয়া যায় না।

এ সময় রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিতে সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন শাহরিয়ার আলম।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন ও রাজশাহী ফটোজার্নালিস্ট দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ফটোজার্নালিস্ট দল তিন রানে জিতে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ হবিবুর রহমান, রাজশাহীর উপ-পুলিশ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী ও  টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।