শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এমপি শেখ আফিল উদ্দিন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন গ্রুপ পাল্টাপাল্টি দু’টি কমিটি ঘোষণা করে।
বেনাপোল বাজারে এক সম্মেলনের মাধ্যমে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল মেয়র পক্ষের আসাদুজ্জামান তনিকে সভাপতি ও নূর ইসলামকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
অপরদিকে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ পৌর ছাত্রলীগের এমপি পক্ষের আল মামুন জোয়াদ্দারকে সভাপতি ও শেখ তৌহিদকে সম্পাদক করে পাল্টা আরেকটি কমিটি ঘোষণা দেন।
এর আগে, জেলা ছাত্রলীগের এ দুই নেতা এমপি ও মেয়র গ্রুপের শার্শা উপজেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি দু’টি কমিটি ঘোষণা দিয়ে বিতর্কিত হয়েছিল। উপজেলা ছাত্রলীগের ওই কমিটিতে এখনও এমপি পক্ষের সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক রাসেল হোসেন। অপরদিকে ওই একই কমিটিতে মেয়র পক্ষের সাধারণ সম্পাদক রয়েছে আকুল হোসেন। এছাড়া উপজেলা ও ইউনিয়নগুলোতেও নিয়ম ভঙ্গ করে এমপি ও মেয়রের পক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পালাপাল্টি কমিটি গঠন করে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বাংলানিউজকে বলেন, পৌর ছাত্রলীগের এ কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতির সমর্থন রয়েছে। তিনি এ সম্মেলন অনুষ্ঠানের বিশেষ অতিথিও ছিলেন। কিন্তু অসুস্থ্য থাকায় সম্মেলনে উপস্থিত থাকতে পারেনি।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদকে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার মোবাইলে ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ তো নিয়ন্ত্রণ আমরা করিনা। তারপরও আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছি সেখানে এ বিষয় নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের সঙ্গে আলোচনা করা হবে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি/এসএইচ