ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মার্কেটে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
গাজীপুরে মার্কেটে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগে সেনেটারি ও মুদি দোকানের দু’টি গুদাম পুড়ে গেছে। শনিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সাভারের ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদ মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। আগুনে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছিলো, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় তারা ফিরে যায়। আগুনের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরএস/এসএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।