ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে গবাদিপশুর বিনামূল্য টিকাদান ক্যাম্প

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
নীলফামারীতে গবাদিপশুর বিনামূল্য টিকাদান ক্যাম্প

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীতে গবাদি পশুর উন্নয়ন ও সংরক্ষণে বিনামূল্যে ক্ষুরা রেগের টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগীতায় ও এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের আয়োজনে জেলা শহরের উত্তরা মিলস প্রাইভেট লিমিটেডের দুগ্ধ খামারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শাহজালাল খন্দকার, সদর উপজেলা ভ্যাটেনারি সার্জন ডা. খন্দকার সাগর আহমেদ, এসিআই প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক (উত্তরবঙ্গ) ডা. সোয়েল রানা, কোম্পানির দিনাজপুর টেরিটরি কর্মকর্তা ডা. জাহিদুল হক, মার্কেটিং কর্মকর্তা রেয়াজুল ইসলাম, উত্তরা মিলস দুগ্ধ খামারের মালিক সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।