ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতখানে ২৫ নারী পেলো সেলাই মেশিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
দৌলতখানে ২৫ নারী পেলো সেলাই মেশিন দৌলতখানে ২৫ নারী পেলো সেলাই মেশিন

ভোলা: ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের শাখা কর্যালয়ে দরিদ্র ২৫ নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে পল্লীকর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ মেশিন বিতরণ করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংস্থার সমন্বয়কারী জাকির হোসেন, সমন্বয়কারী মোস্তফা কামাল, এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়কারী আহসান উল্লাহ, সিনিয়র ব্যবস্থাপক হাছান ও শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান।

অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে একমাস প্রশিক্ষণের পর ২৫ জন ‍নারীকে এ সেলাই মেশিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।