ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খনন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খনন

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মরা নদীতে নাব্যতা ফিরিয়ে আনতে ১১ হাজার ৪শ’কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মাদারীপুর লঞ্চঘাট এলাকায় ৫শ’ আট কোটি টাকা ব্যয়ে মাদারীপুর-জারিড়াসহ গুরুত্বপূর্ণ ১২টি নৌপথের খনন কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ২০ হাজার ৪শ’ কিলোমিটার নদীপথ হারিয়ে গেছে।

২৪ হাজার কিলোমিটার নদীপথ ছিলো, তা বর্ষাকালে ছয় হাজার কিলোমিটার এসে দা‍ঁড়িয়েছে। সেসব নৌপথের গতিবেগ ফিরিয়ে আনতে গত আট বছরে এক হাজার ১শ’ কিলোমিটারের মত নদীপথ খনন করেছে সরকার। নদী খননের জন্য আরও ২০টি ড্রেজার নির্মাণ করছে সরকার। এছাড়া প্রাইভেট সেক্টরেও আরও ৫০টি ড্রেজার এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।