ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘টিপাইমুখ পরিবর্তন হতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
‘টিপাইমুখ পরিবর্তন হতে পারে’

সংসদ ভবন থেকে: ভারতের টিপাইমুখ জল বিদ্যুৎ প্রকল্পে আংশিক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অবহিত কর‍া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের সফল আলোচনার ফলশ্রুতিতে ভারত সম্প্রতি এই প্রকল্পে আংশিক পরিবর্তন হতে পারে বলে অবহিত করেছে।

এখন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব নিরূপণের জন্য একটি যৌথ সমীক্ষা পরিচালিত হচ্ছে। পরিবর্তিত তথ্য উপাত্ত সরবরাহ করা হলে সমীক্ষা চূড়ান্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও ভারতের পরিকল্পিত আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে যাতে পরিবেশ ও অন্যান্য ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসকে/জিপি/এমজেএফ

** বিচার প্রক্রিয়া গতিশীল করতে ই-জুডিশিয়ারি প্রকল্প
** ‘সুন্দরবন রক্ষায় ব্যবহৃত হবে গঙ্গা ব্যারেজ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।