রোববার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের সফল আলোচনার ফলশ্রুতিতে ভারত সম্প্রতি এই প্রকল্পে আংশিক পরিবর্তন হতে পারে বলে অবহিত করেছে।
এছাড়াও ভারতের পরিকল্পিত আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে যাতে পরিবেশ ও অন্যান্য ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসকে/জিপি/এমজেএফ
** বিচার প্রক্রিয়া গতিশীল করতে ই-জুডিশিয়ারি প্রকল্প
** ‘সুন্দরবন রক্ষায় ব্যবহৃত হবে গঙ্গা ব্যারেজ’