ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনে ফাঁটল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনে ফাঁটল রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনে ফাঁটল-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটি জেনারেল হাসপাতালের মূল ভবনে ফাঁটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ৫০ শয্যার মহিলা ও শিশু ওয়ার্ড থেকে সব রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ভবন থেকে রোগীদের সরিয়ে পুরুষ ওয়ার্ড এবং অফিসের বারান্দায় স্থানান্তর করা হয়। সেখানেই চলছে তাদের চিকিৎসা কার্যক্রম।

রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে মহিলা ও শিশু ওয়ার্ডে হঠাৎ করে ফাঁটল সৃষ্টি হলে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রোববার দুপুর ২টার দিকে রোগীদের সেখান থেকে সরিয়ে ঝুঁকিপূর্ণ ভবনটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।

হাসপাতালে কর্মচারী যিশু বাংলানিউজকে জানান, দুপুর ২টা থেকে রোগীদের সরিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে তালা দেওয়া হয়। তিনি আরও জানান, নতুন ভবন নির্মাণের কারণে এ ফাঁটল সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালের ২৯ ডিসেম্বর সরকারি জেনারেল হাসপাতালটি নির্মাণের পর ২০১৬ সালের অক্টোবর মাসে জেনারেল হাসপাতালের তৃতীয় তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ভবনের ছাদ ঢালাই দেওয়া হলে বিভিন্ন অংশে ফাঁটল দেখা দেয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক মংক্যছিং মারমা বাংলানিউজকে বলেন, হাসপাতাল ভবনের মহিলা ও শিশু ওয়ার্ডে ফাঁটল দেখা দেওয়ায় প্রকৌশলীদের পরামর্শে ওই ওয়ার্ডের রোগীদের সরিয়ে পুরুষ ওয়ার্ডসহ অন্যান্য স্থানে স্থানান্তর করা হয়। তারা ভবন টেকসইয়ের প্রতিবেদন জমা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।