এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক, রাকিব হাসান চয়ন, ঢাকা জেলা দক্ষিণ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উপপরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হাসান, মোস্তাফিজুর রহমান ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) সজল মাহমুদ।
অর্থদণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে আব্দুল আজিজকে (৫৫) ৫০০ টাকা এবং মো. সুমন (২৩) ও সুমনকে (২৬) এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া মো. হাসিব (২৪) ও মো. শাকিলকে (২৮) ছয় মাস করে এবং মো. সোহাগকে (৩৪) কে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে জানান, মাদকসেবনরত অবস্থায় ওই ছয় যুবককে আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত এ জেল-জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসআই