ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় স্কুল পোড়ানোর ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
গাইবান্ধায় স্কুল পোড়ানোর ঘটনায় গ্রেফতার ১ গাইবান্ধায় পুড়ে যাওয়া স্কুল-ছবি:বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি বিদ্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় রনজু মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গ্রেফতার রনজু মিয়াকে থানায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।

বৃহস্পতিবার গভীর রাতে গণ উন্নয়ন একাডেমিতে আগুনের ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ে অফিস কক্ষসহ ৭টি ক্লাস রুম পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম ও অফিস কক্ষের আলমারিতে রাখা ১২ বছরের অন্তত ২০ হাজার স্কুল সাটিফিকেট এবং নম্বরপত্র পুড়ে গেছে। এতে প্রায় কাটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।