ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে বাসচাপায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
না’গঞ্জে বাসচাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাড়ায় আনন্দ পরিবহনের বাসের চাপায় পাঁচ বছরের এক পথচারী শিশু নিহত হয়েছে। বাসটিকে আটক করেছে স্থানীয়রা।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাষাড়ার রাইফেলস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জসিম।

সে ঢাকার হাসনাবাদ থেকে দুই ভাইয়ের সঙ্গে প্রতিদিন নারায়ণগঞ্জে ভিক্ষা করতে আসতো বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইফেলস ক্লাবের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জমুখী দ্রুতগামীর আনন্দ বাস (ঢাকা মেট্রো-ব ১১-৪৭৯৩) শিশু জসিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে জনতা আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।