রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাষাড়ার রাইফেলস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জসিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাইফেলস ক্লাবের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জমুখী দ্রুতগামীর আনন্দ বাস (ঢাকা মেট্রো-ব ১১-৪৭৯৩) শিশু জসিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে জনতা আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আইএ