ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী থেকে অপহৃত শিশু কমলনগরে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
নোয়াখালী থেকে অপহৃত শিশু কমলনগরে উদ্ধার নোয়াখালী থেকে অপহৃত শিশু কমলনগরে উদ্ধার-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: জমি ও পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের নোয়াখালীর সুবর্ণ চর থেকে ভাতিজকে অপহরণ করে চাচা। দু’দিন পর লক্ষ্মীপুরের কমলনগর থেকে অপহৃত শিশু আমিন উল্লাহকে (৪) উদ্ধার করা হয়।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উদ্ধার হওয়া শিশুটিকে কমলনগর থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে পাটোওয়ারীর হাট এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে চাচা নুরুল হুদা কৌশলে ভাতিজাকে অপহরণ করে।

উদ্ধার হওয়া শিশু আমিন উল্লাহ নোয়াখালী জেলার সুবর্ণ চর উপজেলার চর জিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে। অভিযুক্ত চাচা নুরুল হুদা মৃত নুরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি কমলনগরের করুনানগর এলাকায় ঘরজামাই থাকেন।

উদ্ধার হওয়ার শিশুর মা বিবি মরিয়ম বাংলানিউজকে জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে তার দেবর (শিশুর চাচা) কৌশলে শিশু আমিন উল্যাহকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। তারা (চাচা-ভাতিজা) বাড়ি না ফেরায় মোবাইলে চাচা নুরুল হুদার কাছে জানতে চাইলে বলে শিশুটি তার কাছে নেই। পরদিন শনিবার (২৮ জানুয়ারি) চাচা জানায়, পাওনা টাকা দিলে শিশুটিকে ফেরত দিবে।

হাজিরহাট ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বাংলানিউজকে জানান, মোবাইল ফোনে টাকা দেওয়ার কথা বললে অপহরণকারী শিশুটিকে পাটোওয়ারীর হাট এলাকায় নিয়ে আসেন। এসময় ধরা পড়ার আশঙ্কায় শিশুটিকে রাস্তায় রেখে চাচা পালিয়ে যান।

কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম শিশু উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।       

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।