রোববার (২৯ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়। এর আগে দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় দুপুরে ওই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত বিমলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত বিমল তার দোষ স্বীকার করেছেন। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বিমল। পরে রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/আরএ