রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ও ঊর্মি ভৌমিক এ জরিমানা করেন।
মাহমুদা আক্তার ও ঊর্মি ভৌমিক বাংলানিউজকে বলেন, নগরের নতুন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ করায় মেসার্স গনেশ্বরী ভাণ্ডারের মালিক টিটু বণিককে তিন হাজার টাকা, মেসার্স জয় মা দূর্গা ভাণ্ডারের মালিক নারায়ণ সাহাকে পাঁচ হাজার টাকা, মেসার্স কর্মকার স্টোরের মালিক নিত্যনন্দন কর্মকারকে দুই হাজার টাকা ও মেসার্স মিয়া ট্রেডার্সের মালিক মো. মিজানুর রহমানকে পাঁচ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরেফিন বাদল।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএস/আরবি