ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বগুড়ায় তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত রধান অতিথি জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

বগুড়া: সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে বগুড়ায় আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে মেলা প্রাঙ্গণ বগুড়া জিলা স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়া নাজিমের (শিক্ষা ও আইসিটি) সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শহিদুল ইসলাম খাঁন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান, ডা. সামির হোসেন মিশু প্রমুখ।

এবারের মেলায় মোট ৬০টি স্টল অংশ নিয়েছে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৯টি ক্যাটাগরিতে ১৪টি পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।     

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।