রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে মেলা প্রাঙ্গণ বগুড়া জিলা স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়া নাজিমের (শিক্ষা ও আইসিটি) সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শহিদুল ইসলাম খাঁন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান, ডা. সামির হোসেন মিশু প্রমুখ।
এবারের মেলায় মোট ৬০টি স্টল অংশ নিয়েছে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৯টি ক্যাটাগরিতে ১৪টি পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ