রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩ নম্বর কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২৮ জানুয়ারি (শনিবার) বিকেলে কবিরের বড় ভাইয়ের স্ত্রীর ঘরে একটি সন্তান জন্ম নেয়।
রোববার বিকেলে মৃত সেই শিশুকে কবর দিতে পারিবারিক কবরস্থানে নিয়ে গেলে দাফনের জন্য তৈরি করা বাঁশ দিয়ে ভাতিজা কবির হঠাৎ করেই তার চাচা আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ভাতিজা কবিরকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএএএম/জিপি/এমজেএফ