রোববার (২৯ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এ মেলার উদ্বোধন করেন বরিশাল সদর সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।
বরিশালের জেলা প্রশাসক ড. মো. গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেববে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিন্দ্র নাথ বাড়ৈ, ব্রজমোহন কলেজ অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমাউন কবীর, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএস/এনটি