রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ভ্যান গাড়ি ও তার মালিককে যশোরের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
সেখান থেকে ভ্যানটি ঢাকার জাতীয় জাদুঘরে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে করে ঘুরিয়ে টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে ভ্যান চালক ইমাম শেখ মিডিয়ার বদৌলতে পরিচিতি পেয়ে যান। ওই দিন বাংলানিউজ তার ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে। পরের দিন দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী সব মিডিয়া ছবিসহ ওই সংবাদ প্রচার ও প্রকাশ করে। আর এসব সংবাদ সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ ওই যুবককে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিমান বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক তাকে চাকরি দেওয়ার কথা বলে রোববার দুপুরেই যশোর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
রোববার বিকেলে ইমাম শেখ মোবোইল ফোনে বাংলানিউজকে জানিয়েছেন, তিনি ভাল আছেন, অনেক খুশি ও আনন্দিত। যে কোন সময় তিনি বিমান বাহিনীর চাকরিতে যোগদান করবেন। আর তার ভ্যানটিও এখানেই রয়েছে।
ইমাম বলেন, আগে আমার ভ্যানটি সাধারণ ছিলো। বর্তমানে প্রায় সব যাত্রীবাহী ভ্যানে ইঞ্জিন লাগানো হয়েছে। তাই আমার ভ্যানে যাত্রী উঠতে চায়তো না। সেকারণে আয়ও তেমন হতো না। ৩ মাস আগে জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ভ্যানটি যুগোপযোগী করার জন্য লোন নেই। মোট ৪২ হাজার টাকা খরচ করে ভ্যানটি আধুনিক করি। সপ্তাহে ১ হাজার টাকা করে ৩ মাস কিস্তির টাকা পরিশোধ করেছি। আরো ৯ মাসে ৩৬ কিস্তি বাবদ ৩৬ হাজার টাকা বাকী রয়েছে।
তিনি আরো বলেন, বিমান বাহিনী কর্তৃপক্ষ ভ্যানটির দাম বাবদ আমার মা ও বাবাকে ৪০ হাজার টাকা দিয়েছে। কিন্তু ভ্যানটির দাম বাবদ উনারা টাকা নিতে রাজি হননি। পরে তারা আমার অসুস্থ বাবা শেখ আব্দুল লতিফের চিকিৎসা বাবদ ৪০ হাজার টাকা দিয়েছেন।
আলাপচারিতার একপর্যায়ে ইমাম শেখ বলেন, আমার জীবন ধন্য হয়েছে প্রধানমন্ত্রীকে ভ্যানে করে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছি। প্রধানমন্ত্রী আমার জন্য চাকরির ব্যবস্থা করেছেন। এ জন্য আমি উনার কাছে চীরঋণী হয়ে থাকবে।
** চাকরি হচ্ছে সেই ভ্যানচালক ইমামের
** প্রধানমন্ত্রীর সঙ্গে এক ছবিতেই ‘সেলিব্রেটি’ ইমাম শেখ
** প্রধানমন্ত্রীকে মনের কথাটাই বলা হলো না ভ্যানচালকের
** নাতি-নাতনিদের নিয়ে ভ্যানে ঘুরলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরএ