১৯৭২ সালের রাষ্ট্রপতির জারিকৃত অধ্যাদেশটি রহিত করে আইনটি যুগোপযোগী করতে নতুন আইন আনা হয়েছে।
রোববার(২৯ জানুয়ারি) সংসদে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বিলটি উপস্থাপন করেন।
প্রস্তাবিত আইনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করে ন্যূনতম সাত এবং অনধিক ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের বিধান রাখা হয়েছে। এছাড়া কর্পোরেশনের শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ২ জন পরিচালক নিয়োগের বিধান রাখা হয়েছে।
বিলের ৪-৬ ধারায় বলা হয়েছে, শিপিং কর্পোরেশনের অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। যা ১০ টাকা অভিহিত মূল্যের একশ’ সাধারণ শেয়ারে বিভক্ত হবে। কর্পোরেশনের পরিশোধিত মূলধন হবে ৩৫০ কোটি টাকা। কর্পোরেশনের পরিশোধিত মূলধনের শেয়ারের মধ্যে ন্যূনতম ৫১% শেয়ার সরকারের মালিকানাধীন থাকবে।
আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পণ্যসহ জ্বালানি, সার, খাদ্যশস্য পরিবহন করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
১৯৭২ সালের আইনটি যুগোপযোগী করতে সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলাভাষায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২০১৭ বিল আনা হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭ প্রণয়নের ফলে দেশের জাতীয় অর্থনীতিতে গতিশীলতা বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসকে/পিসি
**রাজস্ব আহরণে তৎপরতা আরও বাড়াতে হবে
** ‘টিপাইমুখ পরিবর্তন হতে পারে’
** বিচার প্রক্রিয়া গতিশীল করতে ই-জুডিশিয়ারি প্রকল্প
** ‘সুন্দরবন রক্ষায় ব্যবহৃত হবে গঙ্গা ব্যারেজ’