ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুলাল সরকারের সভাপতিত্বে গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাধারণ ব্যবস্থাপক বেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, জেলা পরিষদ মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট রত্না আহম্মেদ প্রমুখ।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাধারণ ব্যবস্থাপক বেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, ১২ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে ৯২টি পরিবারের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএসকে/আরএ