ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৮৫৯ যাত্রীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৮৫৯ যাত্রীকে জরিমানা

কিশোরগঞ্জ: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ৮৫৯ জন যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ জানুয়ারি) রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা  সরদার সাহদাৎ আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব রেলস্টেশন দিয়ে চলাচলকারী ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৮৫৯ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৬৮ হাজার ১৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।