অপহৃত ফাতেমা আক্তার (তানিয়া) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মো. শাহজাহানের মেয়ে। তানিয়া ও তার তিন বছর বয়সী ছেলে ফাহিদ বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে শ্বশুরবাড়ি থেকে অপহৃত হন।
কুমিল্লা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আপেল মাহমুদ বাংলানিউজকে জানান, অপহরণের পর অপহৃত তানিয়ার মা জুলেখা বেগম বাদী হয়ে ২১ জানুয়ারি শ্বশুরবাড়ির চারজনকে আসামি করে বুড়িচং থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পরে আদালতের নির্দেশে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। পিবিআই অপহৃতদের উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। রোববার সকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রাস্তার পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের তদন্ত অব্যাহত রয়েছে।
তানিয়া বাংলানিউজকে জানান, ২০০৪ সালের ৩১ ডিসেম্বর বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের জসিম উদ্দিন মিয়ার ছেলে তোফায়েল আহমেদ রাজিবের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে তিন ছেলে রয়েছে। বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন তার ওপর শারীরিক নির্যাতন করে আসছেন।
চলতি বছরের ৮ জানুয়ারি যৌতুকের টাকার জন্য তার ওপর শারীরিক নির্যাতন করা হয়। খবর পেয়ে আত্মীয়-স্বজন এলে তারা আর তাকে নির্যাতন করবে না বলে আশ্বাস দেন। পরে তারা চলে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজনের যোগসাজশে ৬/৭ জন লোক এসে তাকে ও তার তিন বছরের ছেলে ফাহিদকে জোরপূর্বক চোখ বেঁধে গাড়িতে করে একটি অজ্ঞাত স্থানে মাটির ঘরে নিয়ে যান। এ কয়দিন তিনি ও ছেলে ওই মাটির ঘরেই ছিলেন। রোববার সকালে অপহরণকারীরা তাদের রাস্তার পাশে ফেলে চলে যান।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/আরএ