রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ খবরটি দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) রবিন চন্দ মণ্ডল বাংলানিউজকে জানান।
তিনি জানান, ওই এলাকার একটি বস্তিঘরে দীর্ঘদিন ধরে খ্যাতা পাগলী একাই থাকতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সবাই তাকে খ্যাতা পাগলী নামে চিনতেন। তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
সন্ধ্যায় ওই ঘরে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। কেন তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এজেডএস/এএটি