রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সম্মেলন কক্ষে ভারতীয় হাইকমিশন ও রাসিকের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী রাজশাহীর উন্নয়নে সরকারের পাশাপাশি ভারত সরকারের সহযোগিতা অব্যাহত রেখে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক চিরদিন অক্ষুণ্ণ রাখার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারলে উভয় দেশের শিক্ষার্থীদের মাঝে আরও গভীর সম্পর্ক গড়ে তোলা সম্ভব।
এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে পুরানো রেল পথ ও নদী পথে যোগাযোগ ব্যবস্থা আরও সক্রিয় করার কথাও উল্লেখ করেন।
এর আগে রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য ২১ কোটি ৯৫ লাখ টাকা অনুদানের সমঝোতা স্মারক সই হয়। এই টাকা ব্যয়ের মধ্যে দিয়ে রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং প্রত্বতত্ত্ব অবকাঠামোর উন্নতি ও সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সমঝোতা স্মারক চুক্তি উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরভবন সম্মেলন কক্ষে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
রাসিকের ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ইআরডি’র যুগ্ম-সচিব কমলেশ কুমার দাশ, সহকারী হাই কমিশনার অভিজিত চট্টোপাধ্যায়, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন ও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ
** ‘এই ভালোবাসা আমি চিরকাল মনে রাখবো’
** ভারতীয় অনুদানে রাজশাহীর উন্নয়ন প্রকল্পের স্মারক সই
** বিকেলে রাজশাহী যাচ্ছেন ভারতীয় হাইকমিশনার শ্রিংলা