শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর সাতক্ষীরা শহরের মৃত মতিয়ার রহমানের ছেলে।
আহত নাছির উদ্দিন মানিকগঞ্জ জেলায় ধামরাইয়ের মৃত শুকুর আলী ছেলে। তারা দু’জনই চুয়াডাঙ্গা ডিঙ্গেদাহ ২৬ ব্যাটালিয়ানের সদস্য। তবে তারা মেহেরপুর আনসার ভিডিপি কার্যালয়ে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, আনিছুর ও নাছির চুয়াডাঙ্গার ব্যাটালিয়ান অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে মেহেরপুরের দিকে ফিরছিলেন। পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এলে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখানে আনিছুরের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে আহত নাছির মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এজি/এএটি/