রোববার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
আইজিপি বলেন, আমরা কমিউনিটি পুলিশিং সব কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই।
আইজিপি আরও বলেন, পুলিশ হওয়ার লক্ষ্য আমার ছিলো না। কিন্তু পুলিশে চাকরি করে আমি সন্তুষ্ট। কারণ এই পেশার মাধ্যমে আমি মানুষের সেবা করতে পেরেছি, মানুষের জন্য কাজ করতে পেরেছি।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক স্কুলের প্রাক্তণ ছাত্র আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার ও পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কোতোয়াল, স্কুলের সাবেক শিক্ষক জালাল উদ্দিন আহমেদ, সালামত সিকদার, সহকারী প্রধান শিক্ষক ইমারত হোসেন, এসডিএস’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান মাদবর, গিয়াস উদ্দিন পাহাড়, আমির হোসেন, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এজি/এএটি