ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অভিযান চালিয়ে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
রাজশাহীতে অভিযান চালিয়ে আটক ২

রাজশাহী: রাজশাহীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্র শিবিরের দুইকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই শিবিরকর্মীরা হলেনমনিরুল ইসলাম (২৪) ও মোহাম্মদ রাসেল হোসেন (২২)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম এ খবর বাংলানিউজকে জানান।

তিনি জানান, শিরোইল কাঁচাবাজার এলাকায় ছাত্র শিবিরের কর্মীরা বাড়ি ভাড়া নিয়ে আস্তানা গড়ে তুলেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই কর্মীকে আটক করা হয়। পরে সেখান থেকে জিহাদি বই, লিফলেট, সিডি, ক্যালেন্ডার ও ব্যানার উদ্ধার করা হয়।

আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা,জানুয়ারি ৩০, ২০১৭
এসএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।