ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪জন দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
শাহজাদপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪জন দগ্ধ

ঢাকা: রাজধানীর বাটারা শাহজাদপুরের খিলবাড়ির টেক স্কুল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন শহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী নদিরা বেগম (৫৫), তাদের দুই ছেলে মোরশেদ (২৬) ও জিহাদ (৩২)।

অগ্নিদগ্ধ শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা খিলবাড়ির টেক স্কুল রোড গলির মতিন সাহেবের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। রাতে মশা মারার ইলেকট্রিক ব্যাট অন করার সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে ঘরে গ্যাস লাইন লিক ছিলো। এতে গ্যাস ঘরে জমে থাকার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বর্তমানে দগ্ধ চারজন হাসপাতালের বার্ন ইউনিতে ভর্তি রয়েছেন। দগ্ধদের মধ্যে শহিদুল ইসলামের স্ত্রী নাদিরার শরীর ৮৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শহিদুল ইসলাম ১৫ শতাংশ, মোরশেদ ৩ শতাংশ ও জিহাদ ৩০ শতাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজেডএস/এজি/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।