রোববার (২৯ জানুয়ারি) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরের শেরুয়া ফরেস্টগেটস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫বছর।
দিনগত সন্ধ্যায় ওই কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেলা ২টায় শেরপুর শহিদিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা আগে সভায় জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, জেলার অতিরিক্ত দায়রা জজ গোলাম ফারুক রুমি, বগুড়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল ইসলাম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান, বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ, সাহিত্যচক্রের পক্ষ থেকে ড. বেলাল হোসেন, বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, নিহতের ভাগ্নে অ্যাডভোকেট আমির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামে। সেখানে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এদিকে, অধ্যক্ষ এসএম বেলাল হোসেনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমবিএইচ/আরএটি/এএটি