রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের আইসিটি সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমাদের বদলে যেতে হবে এক সময় মানুষ আমাদের কাছে আসত সেবা নেওয়ার জন্য।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন গণকর্মচারীদের জন্য বছরে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, এবং অফিস সহায়কদের পাঁচ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ চলে।
এর আগে সকালে স্থানীয় সরকারের উপরিচালক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) পারভেজ মল্লিক।
প্রশিক্ষণ দেন স্থানীয় সরকারের উপপরিচালক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক।
বিকেলে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, শাকিলা বিনতে মনি, ইসরাত জাহান ও নুসরাত জাহান খান।
প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিভিন্ন ভূমি অফিসের ২০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে চারজন সার্ভেয়ার, পাঁচজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ছয়জন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও পাঁচজন অফিস সহায়ক রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএটি/এএটি