রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাতে সাভার মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলা নং-৪৪ ।
এর আগে সোমবার (২৩ জানুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি মিঠুন সরকার।
মামলার আসামিরা হলেন মামলায় স্বরবর্ণ মাল্টিমিডিয়ার কর্ণধার অভিজিৎ রায় ওরফে অজয়, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবীর হোসেন, ডগরমোড়া এলাকার বিজয় চন্দ্র রায় ও আশুলিয়ার কুড়গাঁও এলাকার রফিকুল ইসলাম।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে নথিভুক্ত করার জন্য সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিলে আদালতে নিদের্শে পুলিশ মামলাটি করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরির্দশক আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, থানায় মামলাটি করা হয়েছে। তবে তদন্ত করে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজি/এএটি/