ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে অপরিজিতা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বরিশালে অপরিজিতা সম্মেলন অনুষ্ঠিত বরিশালে অপরিজিতা সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল: ‘রাজনীতি ও সুশাসনে নারী’ এ স্লোগানে বরিশালে অপরাজিতা সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অধীনে এসডিসির অর্থায়নে স্টেপস টুয়াডর্স ডেভেলপমেন্টের সহযোগিতায় বরিশাল ও খুলনা বিভাগীয় অঞ্চলের নির্বাচিত নারী প্রতিনিধি ও সম্ভাব্য নারী প্রতিনিধিদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) এর আয়োজনে নগরের গ্রান্ড পার্ক হোটেলের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সংসদ সদস্য জেবুনেচ্ছা আফরোজ, সংসদ সদস্য শেখ টিপু সুলতান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম, ঝালকাঠি সদরের উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান।

এছাড়াও এসডিসি‘র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন লুবনা, ফিন্যান্স কন্ট্রোলার কমলেশ চন্দ্র ঘোষ, স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখন স্টেপসটুয়াডর্স ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জণ কর্মকার।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।