ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘ক্রীড়ার মাধ্যমে সুশৃঙ্খল যুব সমাজ গঠন সম্ভব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
‘ক্রীড়ার মাধ্যমে সুশৃঙ্খল যুব সমাজ গঠন সম্ভব’ ‘ক্রীড়ার মাধ্যমে সুশৃঙ্খল যুব সমাজ গঠন সম্ভব’

ঢাকা: ক্রীড়ার মাধ্যমে দেশে সুশৃঙ্খল যুব সমাজ গঠন সম্ভব, বলেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

রোববার (২৯ জানুয়ারি) ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কোরিয়ান তায়কোয়ানডো প্রশিক্ষক দ্বারা ১০ দিনব্যাপী তায়কোয়ানডো প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

‍তিনি বলেন, ব্যর্থতা কোনো বাধা নয়।

লক্ষ্যটা বড় রাখতে হবে যেন দু-এক বার ব্যর্থ হওয়াটা স্বাভাবিক মনে হয়। তুমি যদি ব্যর্থও হও, নিশ্চয়ই একটা ভালো কিছু পাবে। অন্যের দিকে মন না দিয়ে নিজের কাজটার প্রতি মনোযোগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু যেমন বদলে যাচ্ছে, তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থা বা পড়ালেখা, খেলাধ‍ুলা, সামাজিক, পারিবারিক এমনকি রাজনৈতিক ব্যবস্থাপনাও বদলানো উচিত। যে সব ক্রীড়ায় ডিসিপ্লিন অন্তর্ভক্ত রয়েছে তার মধ্যে অন্যতম তায়কোয়ানডো।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর নেওয়া প্রতিভা অন্বেষনে সময়োপযোগী প্রকল্পের কারণে দেশের ক্রীড়া সমৃদ্ধ হয়েছে বলেও উল্লেখ করেন।

‘আমাদের দেশে পাঠ্য বইয়ের পেছনে সময় দেওয়া হয় বেশি। কিন্তু বাইরের দেশে ব্যাপারটা তা নয়। সেখানে কাজের অভিজ্ঞতার গুরুত্ব বেশী। তাই বিভিন্ন ধরনের কাজ করতে হবে। ঝুঁকি নিতে হবে। একাডেমিক পড়ালেখাও গুরুত্বপূর্ণ। কিন্তু ততটা নয়, যতটা গুরুত্ব আমরা দেই। আমরা যা করি তা উপভোগ করা জরুরি’ যোগ করেন তিনি।

৯ জানুয়ারি বাংলাদেশ তায়কোয়নডো ফেডারেশনের উদ্যোগে দক্ষিণ কোরিয়া থেকে ৪ সদস্যের তায়কোয়ানডো বিশেষজ্ঞ প্রশিক্ষক দল ৪২ দিনের জন্য বাংলাদেশ সফরে আসে। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের তায়কোয়ানডো খেলোয়াড়দের আরও উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য ১০ দিনের তায়কোয়ানডো প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের প্রায় ২০০ জন তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম-সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমসি/আরএটি/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।