হাতিরঝিলের এফডিসি-কারওয়ানবাজার ঘাটে ওয়াটার ট্যাক্সির জন্য অপেক্ষায় মামুন। উদ্দেশ্য গুলশান-১।
মামুন বাংলানিউজকে বলেন, অফিসগামী মানুষের কারণে সকাল বেলা ওয়াটার ট্যাক্সিতে অনেক চাপ থাকে। এজন্য অপেক্ষা করতে হয়। সবাই চায় কম সময়ে জ্যাম এড়িয়ে যাতায়াত করতে। এ কারণে কারওয়ান বাজার থেকে যারা বাড্ডা ও গুলশানে যায় তারা অনেকেই ওয়াটার ট্যাক্সিতে করে যাতায়াত করে। এতে সময় বাঁচে ও জ্যামেও বসে থাকতে হয় না।
হাতিরঝিল ঘুরে দেখা যায়, পরিবারের সদস্যরাসহ প্রেমিক-প্রেমিকারাও এসেছেন ওয়াটার ট্যাক্সিতে বসে হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করতে। প্রেমিক জুটি একে অপরের ঘাড়ে মাথা রেখে হাতিরঝিলের সৌন্দর্য্য উপভোগ করছেন। কেউ কেউ ওয়াটার ট্যাক্সিতে উঠার সময়টা ধরে রাখতে সেলফি তুলতেই ব্যস্ত।
ছেলেমেয়েদের নিয়ে মিরপুর থেকে ঘুরতে এসেছেন আজিজ হক। তিনি হাতিরঝিলের এফডিসি ঘাট থেকে উঠেছেন ওয়াটার ট্যাক্সিতে। উদ্দেশ্য ছেলেমেয়েদের নিয়ে চক্কর দিবেন হাতিরঝিল। সঙ্গে আসা ছেলে মেয়েদেরও ওয়াটার ট্যাক্সিতে উঠে আনন্দে উত্তেজিত দেখা গেল।
আজিজুল বলেন, এর আগেও বেশে কয়েকবার হাতিরঝিলে বেড়াতে এসেছি। রাতের দৃশ্যটা আমার খুব প্রিয়। ওয়াটার ট্যাক্সিতে ঘুরতেও ভালো লাগছে। বিশেষ করে, আমার ছেলে-মেয়েরাও বেশ মজা পাচ্ছে।
এফডিসি-কারওয়ানবাজার গুলশান-১ ও মেরুল বাড্ডা পর্যন্ত যাতায়াতের জন্য হাতিরঝিলে চলছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। এফডিসি-কারওয়ানবাজার থেকে মেরুল বাড্ডা যেতে ভাড়া ২৫ টাকা। ওয়াটার ট্যাক্সিতে গুলশান-১ যেতে খরচ হবে ৩০ টাকা। এদিকে এফডিসি-কারওয়ানবাজার থেকে গুলশান-১ এর ঘাটে আসতে সময় লাগবে ১৫ থেকে ১৮ মিনিট। মেরুল বাড্ডা যেতে সময় লাগবে ১৫ মিনিট।
গত বছর বিজয় দিবসে চালু হয়েছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিস। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ ট্যাক্সি সার্ভিস ব্যবস্থাপনা করছে। যাত্রী ও বেড়াতে আসা মানুষকে সুবিধা দিতে প্রতি ১৫ মিনিট পরপর এ ট্যাক্সি ছাড়ে। প্রতি ট্যাক্সিতে আসন আছে ৩০টি। আর নিরাপত্তার জন্য রয়েছে লাইফ জ্যাকেট।
ওয়াটার ট্যাক্সি চালক হাসান বাংলানিউজকে বলেন, সকাল বেলা চাকরিজীবীরা বেশি যাতায়াত করেন। ছুটির দিনগুলোতে দর্শনার্থীরা বেড়াতে আসেন।
গুলশানে দু’টি ও মেরুল বাড্ডার দু’টি করে মোট চারটি ট্যাক্সি চলাচল করছে। ফেব্রুয়ারি থেকে আরও ছয়টি ট্যাক্সি চলবে বলেও জানান এ চালক।
এফডিসি-কারওয়ানবাজার থেকে গুলশান-১ যেতে সময় লাগলো ১৮ মিনিট। গতি কম হওয়ার জানতে চাইলে এ চালক বলেন, প্রথম প্রথম যখন ট্যাক্সি চালাই ৭ মিনিটে গুলশানে পৌঁছে যেতাম। কিন্তু জোড়ে চালানোর কারণে টেউ বেশি হয়। ফলে হাতিরঝিলের দুই পার ভেঙে যাচ্ছিলো। এখন ট্যাক্সির গতি কমানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমসি/আরএটি/এজি