সোমবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় তিনি কেরানীগঞ্জ কারাগার ফটকে পৌঁছান।
এ সময় প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
এর আগে প্রধান বিচারপতির কারাগার পরিদর্শন উপলক্ষে কারাগার বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। কারাগারের ভেতরে থাকা বন্দিদেরও পরিছন্ন থাকার নির্দেশ দেওয়া হয়।
কারা ফটকের সামনে কারারক্ষীরা পরিপাটিভাবে অবস্থান নিয়েছেন। কারাগারের প্রবেশ মুখের রাস্তার দুই ধারে রংবেরং এর পতাকা লাগানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজেডএস/বিএস