ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারের বেইলি ব্রিজের পাত (প্লেট) সরে গিয়ে কাভার্ডভ্যান আটকে গেছে। এতে বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি কাভার্ডভ্যান ব্রিজে ওঠার পর একটি পাত সরে গিয়ে সামনের চাকা আটকে যায়। এরপর অনেক চেষ্টা করেও গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এ কারণে এখনও ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গাড়িটি উদ্ধারের পর ব্রিজ মেরামত করা হবে। এরপর সড়কে যান-চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএস/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।