ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার মেঘনায় ৫ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ভোলার মেঘনায় ৫ মণ জাটকা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাতে ইলিশা পয়েন্ট থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে অভিযান চালায়। এসময় চল্লাশি চালিয়ে লঞ্চটি থেকে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে জাটকাগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, মজুদ, বিক্রি, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।