সোমবার (৩০ জানুয়ারি) ভোরে গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ট্রাকচালক বলে ধারণা করা হলেও তার নাম-পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা বাংলানিউজকে জানান, কালীগঞ্জের রাথুড়া এলাকায় গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে ড্রাম ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি ট্রাকচালক।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান এসআই গোলাম মওলা।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএস/আরআইএস/এমজেএফ