ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞাঁয় গৃহবধূকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
দাগনভূঞাঁয় গৃহবধূকে গলা কেটে হত্যা

ফেনী: ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় ঝর্না আখতার (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে একদল চোর। রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্না ওই গ্রামের ছমির মুন্সি হাটের প্রবাসী ওয়ালী উল্লাহর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর সিঁধ কেটে ঝর্নার ঘরে ঢোকে। এসময় ঝর্না চিৎকার করতে গেলে তারা ধারালো ছুরি দিয়ে ঝর্নার গলায় আঘাত করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, চোরদের চিনে ফেলায় তারা এ ঘটনা ঘটিয়েছে।

পরে ঝর্নার সন্তানদের চিৎকারে বাড়ির ‍অন্য লোকজন এসে পুলিশকে খবর দেয়।

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে থানায় এখনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।