পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর সিঁধ কেটে ঝর্নার ঘরে ঢোকে। এসময় ঝর্না চিৎকার করতে গেলে তারা ধারালো ছুরি দিয়ে ঝর্নার গলায় আঘাত করে পালিয়ে যায়।
পরে ঝর্নার সন্তানদের চিৎকারে বাড়ির অন্য লোকজন এসে পুলিশকে খবর দেয়।
দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে থানায় এখনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ