ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর): অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোলের সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাদের আটক কর‍া হয়।

আটক বাংলাদেশিরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৫৫), সোবহান আলী (২৩), শাহাবুদ্দীন আহম্মেদ (২৫), ডলি বেগম (১৮), লিপি বেগম (৩২), বৃষ্টি বেগম(২৬) ও দুই শিশু।

এদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও  নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

তারা প্রত্যেকে ভারতের বোম্বায় বিভিন্ন বাসা বাড়ি ও কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস ছামাদ জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে‍। এমন সংবাদের ভিত্তিতে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দৌলতপুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশরাফ বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজেডএইস/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।