ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে বোয়ালিয়া বাজার সংলগ্ন বেইলি ব্রিজের পাত সরে গেলে বরিশাল-পটুয়াখালী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ব্রিজের প্লেট সরে গিয়ে কাভার্ডভ্যানটির সামনের একটি চাকা আটকে যায়। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

রেকার এনে গাড়িটি উদ্ধার করা হয়। পরে ব্রিজ মেরামত শেষে যান-চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে এ দুর্ঘটনার পর বরিশাল থেকে বরগুনার আমতলী, পটুয়াখালী, পায়রা বন্দর ও কুয়াকাটার সঙ্গে সড়ক পথে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজট দেখা দেয়।

বাংলাদেশ সময় : ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএস/বিএসকে/আরএ

* বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।