২১টি পদের মধ্যে সভাপতি ও দফতর সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক ও শফিউল আযম কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র জানায়, বাকি পদগুলোয় প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন, সহ-সভাপতি ৩টি পদে জিয়া শাহীন, আব্দুস সালাম বাবু, চপল সাহা, মীর্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক ১টি পদে আরিফ রেহমান, আবুল কালাম আজাদ ঠান্ডা (ঠান্ডা আজাদ) ও সবুর শাহ লোটাস, যুগ্ম সাধারণ সম্পাদকের ২টি পদে নাজমুল হুদা নাসিম, জিএম সজল, মমিনুর রশিদ সাইন, কোষাধ্যক্ষ ১টি পদে কালাম আজাদ, আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১টি পদে এইচ আলিম. সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ১টি পদে আমিনুল ইসলাম মুক্তা, মোস্তফা মোঘল, পাঠাগার সম্পাদক ১টি পদে শাহীনুর রহমান বিমু, জাফর আহমেদ মিলন।
নিবার্হী সদস্য ৯টি পদে তানসেন আলম, সাজ্জাদ হোসেন পল্লব, রেজাউল হাসান রানু, আমজাদ হোসেন মিন্টু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, জেএম রউফ, মহসিন আলী রাজু, সবুর আল মামুন, শাহ মো. ইলিয়াস লেলিন, আতাউর রহমান মিলন, এফ শাহজাহান, সৈয়দ ফজলে রাব্বী ডলার, আব্দুল ওহাব, রেজাউল হক বাবু ও লিমন বাসার।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আমজাদ হোসেন মিন্টু, সদস্য হিসেবে জিয়া শাহীন ও আব্দুস সালাম বাবু দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এমজেএফ