ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

ফেনী: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সালাহ উদ্দিন মোহাম্মদ শাকিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ওই দেশের ফ্রিস্টেট প্রভিন্সের ভেলকম শহরে রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ফেনী জেলার দাগনভুঞা থানার উদরাজপুরে চন্দ্রদ্বীপ গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।

 

নিহত চাচাতো ভাই আবদুল্লাহ আল নোমান বাংলানিউজকে জানান, রাতে ডাকাতের গুলিতে মারা যান শাকিল।  

তার মৃতদেহটি দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান আবদুল্লাহ আল নোমান।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।