সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর শহরের লালবাজার এলাকায় অবস্থিত জয় জয়কালী মাতার মন্দির চত্বরে হর্ষ বর্ধনের আগমণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সফল করতে এদেশের জনগণের সঙ্গে ভারতীয় সেনারাও অংশগ্রহণ করেছিলেন।
ভবিষ্যতে দুই দেশের সুসম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এসময় নাটোরের জয়কালী মাতার মন্দির পুনরায় নির্মাণের জন্য ভারতীয় অনুদানের চেক (১৯ লাখ টাকার চেক) হস্তান্তর করেন হর্ষ বর্ধন শ্রিংলা। মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা এসময় ভারতীয় হাইকমিশনারের কাছ থেকে চেকটি গ্রহণ করেন।
এর আগে তিনি রাজশাহী থেকে সড়ক পথে এ মন্দিরে এসে পৌঁছান। এসময় জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
তিনি রাধা-গোবিন্দ মন্দিরে প্রার্থনা ও তুলশি বেদিতে শ্রদ্ধা নিবেদন করে জয়কালী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করেন।
এসময় তিনশ’ বছরের পুরনো জয়কালী মাতার মন্দির পরিদর্শন করে তিনি বলেন, মন্দির উন্নয়ন কাজে ভারতীয় সরকার তথা জনগণের শুভেচ্ছা হিসেবে অনুদানের চেক দিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় আরো উপস্থিত ছিলেন-ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহী বিভাগীয় ট্রাস্টি অনীল কুমার সরকার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার কর্মকার প্রমুখ। পরে হর্ষ বর্ধন সড়ক পথে রাজশাহীর উদ্দেশে রওনা হন।
নাটোর জয়কালী মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা বাংলানিউজকে জানান, প্রায় এক বছর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মৈত্র এই জয়কালী মাতার মন্দির পরিদর্শন শেষে মন্দিরটি সংস্কার ও পুনরায় নির্মাণে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ঘোষণা অনুযায়ী ভারত সরকার উন্নয়ন সহায়তা হিসেবে কয়েক দফায় মোট ৯৭ লাখ তিন হাজার ৩৭৫ টাকার অনুদান দিচ্ছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ১৯ লাখ, দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ২৯ লাখ টাকা করে এবং চতুর্থ কিস্তিতে ১৯ লাখ টাকার চেক দিচ্ছে। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার প্রথম কিস্তির ১৯ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসআই
**‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ ভবন দু’দেশের জন্যই মাইলফলক হবে’