ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন মন্ত্রিপরিষদের বৈঠক

ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রেখে খরচ কিছুটা বাড়িয়ে ২০১৭ সালের হজ প্যাকেজ অনুমোদন করেছে সরকার।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা ও প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়বে।

আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ হবে এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা।

তবে বেসরকারি ব্যবস্থাপনায় মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া, ব্যক্তিগত খরচ, খাওয়া, কোরবানিসহ আনুসঙ্গিক আরও কিছু খরচ যুক্ত হবে।

সোমবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, গত বছরের তুলনায় এ বছর খরচ সামান্য বেড়েছে। ২০১৬ সালে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় ছিলো তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং প্যাকেজ-২ এ ছিলো তিন লাখ চার হাজার ৯০৩ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় ছিল এক লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।

গত বছরের তুলনায় সরকারি দু’টি প্যাকেজ ও বেসরকারিতে খরচ বেড়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সৌদি রিয়াল ও ডলারের দাম বেড়েছে, বাড়ি ভাড়াও বেড়েছে।

এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। গত বছর ১০ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ছিলো।

এবার হজযাত্রী প্রতি নিট বিমান ভাড়া এক হাজার ৫শ’ মার্কিন ডলার। গত বছর ছিলো এক হাজার ৪৫০ মার্কিন ডলার।

শর্ত
০১. এবার সকল হজযাত্রীকে এমআরপি পাসপোর্ট নিয়ে যেতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

০২. প্রত্যেক হজ এজেন্সিকে কমপক্ষে ১৫০ জন এবং সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী প্রেরণের অনুমতি দেওয়া হবে।

০৩. এক ফ্লাইটে তিনজন মোয়াল্লেম এবং তিন এজেন্সির হজযাত্রী পাঠানো যাবে না।

০৪. হজযাত্রীদের কোরবানির অর্থ সৌদি আরবের ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের কুপন ক্রয়ের মাধ্যমে দিতে হবে। সরাসরি পশু ‍কিনতে পারবে না, ব্যাংক কর্তৃপক্ষ কোরবানি করে দেবে।

০৫. সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে সৌদি সরকারের অনুমোদিত কম স্পেসসহ বাসস্থান ভাড়া করতে হবে এবং সৌদি সরকারের অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে খাবার সরবরাহ করতে হবে। নিজেরা কেউ রান্না করতে পারবে না।

০৬. বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর জন্য ব্যাংক হিসাব খুলতে হবে। খাবার, বাসস্থান, হোটেল ও খাবারের মূল্য অনলাইনে পাঠাতে হবে।

০৭. সরকারি-বেসরকারি হজযাত্রীর জন্য অতিরিক্ত এক শতাংশ বেশি বাড়ি ভাড়া করতে হবে।

০৮. হজযাত্রী প্রতি ৫০ সৌদি রিয়াল ব্যাংক গ্যারান্টি হিসেবে প্রদান করতে হবে জেনারেল কার সিন্ডিকেটের মাধ্যমে ১৮ রিয়াল প্রদান করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমআইএইচ/জিপি/বিএস

** ডাকটিকিট ও খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
** প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবস
** বঙ্গমাতা ও শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় হচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।