ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিমান কার্যালয়ে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিমান কার্যালয়ে দুদকের অভিযান বিমান কার্যালয়ে দুদকের অভিযান/ ছবি: বাংলানিউজ

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান চালিয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ অভিযান শুরু হয়।

দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে বলাকা ভবন থেকে বের হয়ে এসে ইকবাল হোসেন জানান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদের সঙ্গে দুর্নীতির বিষয়ে কথা হয়েছে।

এ সময় মোসাদ্দিক আহমেদ দুদকের পরিচালককে জানিয়েছেন, বাংলাদেশ বিমানের যে কোনো ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে দুদকের কাছে তাদের তথ্য সরবরাহ করা হবে।

ইকবাল হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকারী বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে কোনো তথ্য আছে কি না সে ব্যাপারে দুদকের বিশেষ টিম খতিয়ে দেখবে। কোনো তথ্য পেলে দুদকের টিম দুর্নীতি দমন কমিশনে জমা দেবে।

১৮ জানুয়ারি সরকারি ১৪টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানিক দুর্নীতি রোধে ১৪টি প্রাতিষ্ঠানিক বিশেষ টিম গঠন করে দুদক। যার কার্যকারিতায় সোমবার এই অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসজে/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।