সোমবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ অভিযান শুরু হয়।
দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে বলাকা ভবন থেকে বের হয়ে এসে ইকবাল হোসেন জানান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদের সঙ্গে দুর্নীতির বিষয়ে কথা হয়েছে।
ইকবাল হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকারী বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে কোনো তথ্য আছে কি না সে ব্যাপারে দুদকের বিশেষ টিম খতিয়ে দেখবে। কোনো তথ্য পেলে দুদকের টিম দুর্নীতি দমন কমিশনে জমা দেবে।
১৮ জানুয়ারি সরকারি ১৪টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানিক দুর্নীতি রোধে ১৪টি প্রাতিষ্ঠানিক বিশেষ টিম গঠন করে দুদক। যার কার্যকারিতায় সোমবার এই অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসজে/আরআর/এমজেএফ