ইজিবাইক শ্রমিকদের সড়ক অবরোধ-ছবি: বাংলানিউজ
নড়াইল: বাস শ্রমিকদের সঙ্গে বিরোধের জের ধরে নড়াইল-কালিয়া সড়ক অবরোধ করে রেখেছে ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিকরা। ফলে এ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে নড়াইল-কালিয়া সড়কের গোপালপুর-দিঘলিয়া এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে।
ইজিবাইক বহুমুখী সমবায় সমিতির নেতাদের অভিযোগ, নড়াইল-কালিয়া সড়কে ইজিবাইক চলাচলে বাস মালিক সমিতির লোকজন বাধা দেয়, এমনকি যাত্রীদের সঙ্গেও খারাপ ব্যবহার করে তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়।
বিভিন্ন সময়ে জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্যদের কাছে বিষয়টি জানিয়েও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে।
কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।