ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ সমাবেশ/ ছবি: সুমন-বাংলানিউজ

ঢাকা: গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়ে সাংবাদি হামলায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে সাংবাদিক হামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করুন। জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিন।

তা না হলে সারা দেশের সাংবাদিক সমাজ মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলন করলে আপনার মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে সংবাদকর্মীদের ওপর নৃশংস হামলা চালায় পুলিশ বাহিনীর কিছু সদস্য।

হামলার প্রতিবাদে সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিক সমাজ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসন আপনারা  সাংবাদিকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন না। আমরা আপনাদের কর্মকাণ্ডের অনেক খবর জানি, জীবনবৃত্তান্ত জানি। সাংবাদিকরা যদি সিদ্ধান্ত নেন পুলিশের কোনো ইতিবাচক সংবাদ প্রচার করা হবে না, তাহলে আপনারা কোথায় যাবেন?

তিনি আরও বলেন, পুলিশ পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন করছে আর বলা হচ্ছে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক সমাজ এসব কথা শুনতে চায় না।

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া, জাহাঙ্গীর আলম প্রধান, শাহজাহান মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।