তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা-ছবি:বাংলানিউজ
রাঙামাটি: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’র আয়োজনে রাঙামাটিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার পরিষদের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন-রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ইপসার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা।
সভায় জেলা প্রশাসক বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহার এবং বন্ধ করতে হলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশ থেকে একেবারে তামাক নির্মূল করা সম্ভব নয়। এজন্য তামাক নিয়ন্ত্রণে সুকৌশলী প্রদক্ষেপ নিতে হবে এবং এ সংক্রান্ত আইন বাস্তবায়নে সবাই মিলে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।