ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়ায় যুবককে কুপিয়ে যখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
কালিয়ায় যুবককে কুপিয়ে যখম

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় আশরাফ ফকির (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার নড়াগাতি থানার পেচিডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ পেচিডুমুরিয়া গ্রামের জাফর ফকিরের ছেলে।

পুলিশ জানায়, পেচিডুমুরিয়া গ্রামের মজিবর রহমান মজি মোল্যার সঙ্গে একই গ্রামের মিঠু শেখের বিরোধ ছিলো। এর জের ধরে দুপুরে মজি মোল্যার সমর্থক মেহেদী মোল্যা ও হুসাইন মোল্যা মিঠু শেখের সমর্থক আশরাফ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন কার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।